হাল চাষ করলেও হাল ছেড়ে দেননি মারুফা

হাল চাষ করলেও হাল ছেড়ে দেননি মারুফা! ২০২১ সালেও বাবার সাথে জমিতে হাল চাষ করছিলেন মারুফা! তার পরিবারের যে আর্থিক অবস্থা তাতে ক্রিকেট খেলাটা তার জন্য বিলাসিতার চেয়েও বেশী! কিন্তু সব বাধাকে জয় করে সেই মারুফাই এখন বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন তারকা! অনেকটা মুস্তাফিজের মতই তার আবির্ভাব। যুব বিশ্বকাপের পার্ফরমেন্স তাকে নিয়ে যায় বিশ্বকাপের মঞ্চে আর সেখানেই বাজিমাত মারুফার! মারুফা হতে পারে আপনার অনুপ্রেরণা! মারুফা পারলে আপনিও পারবেন!