মানুষকে মুগ্ধ করার উপায়!
মানুষকে মুগ্ধ করতে,
ছোট ছোট উপহার দিন।
মানুষকে বিভিন্ন ভাবে প্রশংসা করুন।
নিজেকে পরিপাটি ও গোছালো রাখুন।
নিয়মিত সুগন্ধি ব্যবহার করুন।
যাকে মুগ্ধ করতে চান,
তার সাথে সহমত পোষণ করুন।
মানুষকে হাসানোর চেষ্টা করুন।
যাকে মুগ্ধ করতে চান!
তার পছন্দ ও রুচি অনুযায়ী,
নিজেকে পরিবেশন করুন।
সর্বদা হাসিখুশি এবং আত্মবিশ্বাসী
ভাব বজায় রাখুন।
সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন।
চেষ্টা করুন সাহসী হতে।
কথা বলা শিল্পকে রপ্ত করুন।
অর্থাৎ সুন্দর করে,
কথা বলা শিখুন।
নিজের জানার পরিধি বাড়িয়ে তুলুন।
নাটকীয় ও রহস্যময় হওয়ার চেষ্টা করুন।
দরকারি কথা বলুন।
অপ্রাসঙ্গিক বক্তব্য ও প্রলাপ এড়িয়ে চলুন।
কথা বলুন সুন্দর ভাবে।
Follow Us Google News