কী অদ্ভুত বিচার
কেউ যখন সহজ কোন ইংরেজি শব্দ শুদ্ধ ভাবে উচ্চারন করতে পারে না, তখন আপনার খুব হাসি আসে। লোকটাকে খ্যাত মনে হয়। অশিক্ষিত মুর্খ মনে করে তাচ্ছিল্যের একটা ভাব চলে আসে।
অথচ জীবনের এতটা বছর পার করার পরও, একজন মুসলমানের সন্তান হয়েও আপনি যে সুরা ফাতিহার সাতটা আয়াতের উচ্চারনও ঠিক মত করতে পারেন না, কোন কারী সাহেবকে শোনালে প্রতিটি আয়াতে তিনটা চারটা করে ভুল ধরবেন তিনি, সেটা নিয়ে আপনার একটুও লজ্জা হয় না?
যেই ইংরেজী না আপনার ভাষা, না আপনার বাপ-দাদার, সেটাতে ভুল করলে আপনার এত লজ্জা লাগে। অথচ যেই কুরআন আপনার ধর্মের মুল স্পন্দন, সেটার উচ্চারনে এত ভুলের পরও খারাপ লাগে না একটুও?
কী অদ্ভুত বিচার!
Follow Us Google News