গরমে ত্বকের যত্ন নেওয়ার উপায়

গরমে ত্বকের যত্ন নেওয়ার উপায় নিন্মে উপস্থাপন করা হল। তীব্র গরম! ত্বক পুড়ে যাচ্ছে। এমন গরমে ত্বকের যত্ন নিব কি করে? তাহলে আসুন, আজ জেনে নেই এই গরমে ত্বকের যত্নের কার্যকরী সমাধান জেনে নেই। #পানি ত্বকের যত্নে অন্যতম হচ্ছে পানি। পানি যে শুধু মাত্র তৃষ্ণা মেটায় এমন কিন্তু নয়। পানি ত্বককে করে তুলে সজীব-সতেজ। তাই ত্বককে সুন্দর করতে, মোলায়েম করতে তীব্র গরমে বেশি করে পানি পান করুন। #ত্বক পরিষ্কার রাখা ধুলাবালিময় ত্বক পরিষ্কার না করলে ত্বকতো রুক্ষ হবেই। তাই কোথাও গেলে বাহির থেকে এসে অবশ্যই ত্বক পরিষ্কার করতে হবে। #সানস্ক্রিন ব্যবহার সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা ত্বকের জন্য খুবই ভালো। সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বক পুড়ে যাবে না,কালো দেখাবে না। রোদ থেকে রক্ষা করবে এই সানস্ক্রিন ক্রিম। সুতরাং এই ভাবে গরমে ত্বকের যত্ন নিতে পারেন।
View (4464)
Like (2)